এই পোস্টে যা যা পাবেন

    হতাম যদি পাখি

    হতাম যদি পাখি

    হাফেজ মোঃ সালমান রহমান

    হতাম যদি পাখি, উড়ে যেতাম ওই আকাশ পানে,

    ছিঁড়ে দিতাম সকল মায়ার বাঁধন,

    যেতাম দূর অজানার টানে।

    এই শহরের কোলাহল, এই মাটির যত ক্লেশ,

    ফেলে যেতাম এক নিমেষে, থাকতো না তার লেশ।

    সাদা মেঘের ভেলায় ভেসে, করতাম কত খেলা,

    বাতাসের সুরে গাইতাম গান, কেটে যেত সারাবেলা।

    উঁচুতে বসে দেখতাম আমি মানব-লীলাখেলা,

    কত হাসি-কান্না মেশানো, সকাল-সন্ধ্যেবেলা।

    গোধূলির রঙ মুছে গিয়ে যখন আসতো আঁধার,

    সীমানা ছাড়িয়ে যেতাম আমি, কে আর ফেরাতো আর!

    লক্ষ কোটি তারার আলোয় পথ হতো না শেষ,

    অসীম ঐ শূন্যই হতো আমার প্রিয় দেশ।

    থাকতো না কোনো বাঁধা, থাকতো না কোনো ভয়,

    থাকতো না কোনো নিয়ম ভাঙার মিথ্যে সংশয়।

    দুঃখ-কষ্টের এই পৃথিবীকে দূর থেকে শুধু দেখে,

    স্বাধীনতার আসল মানে নিতাম বুকে এঁকে।

    কিন্তু এ সবই স্বপ্ন, এক অলীক কল্পনা,

    আমি তো মানুষ, মাটিতেই আমার যত যন্ত্রণা।

    তবুও মন উড়ে যেতে চায়, ভেঙে সব সীমানা

    আহা! হতাম যদি পাখি, থাকতো না কোনো মানা।

    এখানে আপনার মতামত দিন 🥰

    মন্তব্য করুন