
একা আছি বেশ ভালোই আছি
একা আছি বেশ ভালোই আছি,
ঝড়-ঝঞ্ঝার মাঝেও নির্বাসি।
নিজের ছন্দে নিজের সুরে,
গাই গান মনের ঘরে।
একা আছি বেশ ভালোই আছি,
কোলাহল থেকে মুক্ত,
শান্তির খোঁজে বিমুক্ত।
নিজের সাথে আলাপনে,
খুঁজি প্রশান্তি আপনে।
একা আছি বেশ ভালোই আছি,
ভিড়ের মাঝেও একাকী,
তবুও মনটা স্বাধীন,
উড়ে বেড়ায় অবাধ, দিগন্ত-বিহীন।
একা আছি বেশ ভালোই আছি,
নিজের ভাবনার সাথী,
স্বপ্ন দেখি, গল্প বুনি,
রঙিন কল্পনায় মন ভরি।
একা আছি বেশ ভালোই আছি,
একাকীত্বেও আনন্দ খুঁজি,
নিজেকে চিনি, নিজেকে বুঝি।

এখানে আপনার মতামত দিন 🥰
একটি মন্তব্য পোস্ট করুন