
নিরবতা
নীরবতা এক গভীর সাগর,
অতল তার তল,
শব্দের ঢেউ সেখানে থেমে যায়,
নীরবতারই বল।
বাইরে দেখি শান্ত ছবি,
ভেতর যেন ঝড়,
নীরবতার চিৎকারে ফাটে,
হৃদয় কঠোর।
চোখের কোণে অশ্রু জমে,
কথা আটকে যায়,
নীরবতাই চিৎকার হয়ে,
সব কথা জানায়।
বোবা কান্নার মতো,
নীরবতার সুর,
বিশ্বাসের আঘাতে চূর্ণ,
হৃদয়টা বহুদূর।
নীরবতা এক কঠিন ভাষা,
বোঝা বড়ই দায়,
যে বোঝে সে জানে এর,
কত গভীরতায়।
তাই নীরবতা শুধু চুপ নয়,
এ এক বিশাল চিৎকার,
যে শুনতে পায় সে বোঝে এর,
বেদনার ভার।

এখানে আপনার মতামত দিন 🥰
একটি মন্তব্য পোস্ট করুন