এই পোস্টে যা যা পাবেন

    বিষাদের দিনলিপি

    বিষাদের দিনলিপি

    হাফেজ মোঃ সালমান রহমান

    বিকেলের আকাশটা আজ মেঘলা বড়ো,

    আমার মনের মতো, ধূসর, জড়োসড়ো।

    বৃষ্টির ফোঁটা নয়, এ শুধু অবসাদ,

    একাকী থাকার এই অন্তহীন বিষাদ।

    বুকের ভেতর এক মাঝিবিহীন নৌকা,

    ভাসে শুধু, পায় না কোনো দিশা।

    হারিয়ে গেছে সব পুরোনো সেই কথা,

    মন জুড়ে লেখা আছে নীরব এক ব্যথা।

    কত ঋতু এসে ফেরে জানালার কাচে,

    আমার ভেতরটা শুধু বিবর্ণ হয়ে বাঁচে।

    সময় হেঁটে যায় তার নিজের গতিতে,

    আমি থেমে আছি এক শূন্য অনুভূতিতে।

    এভাবেই কেটে যায় বিষণ্ণ প্রহর,

    গড়ে ওঠে ভেতরে এক একাকী শহর।

    আগামীর দিনটাও হবে আজকের মতো,

    বুকের গভীরে ক্ষত থাকবে অক্ষত।

    এখানে আপনার মতামত দিন 🥰

    মন্তব্য করুন