এই পোস্টে যা যা পাবেন

    শীতের সকাল
    শীতের সকাল
    হাফেজ মোঃ সালমান রহমান

    শীতের সকালে উঠেছে রবি,
    কুয়াশার চাদরে ঢাকা,

    প্রকৃতি যেন খুঁজে পায়,
    এক নতুন দিনের দেখা।

    বাতাসে হিমেল পরশ,
    গায়ে লাগে নরম কাঁপন,

    শীতের আমেজে মুগ্ধ হয়ে,
    সবার মনে জাগে অনুপ্রেরণ।

    গাছের ডালে শিশির বিন্দু,
    মুক্তোর মতো ঝলমল,

    পাখিরা গায় মিষ্টি সুরে,
    নতুন দিনের কোলাহল।

    চা এর কাপে ভর করে,
    উষ্ণতার জাগরণ,

    শীতের সকালের আড্ডায় মেতে,
    বন্ধুরা গড়ায় নতুন স্বপন।

    এখানে আপনার মতামত দিন 🥰

    মন্তব্য করুন