এই পোস্টে যা যা পাবেন

    শীতের রাতের মায়াবী সুর
    শীতের রাত
    হাফেজ মোঃ সালমান রহমান

    শীতের রাতে লুকিয়ে আসে
    নীরবতার সুরে,

    চাঁদের আলোয় মোড়া আকাশ
    জ্যোৎস্নায় মায়াবী ঘুরে।

    ঠাণ্ডা হাওয়ার কাঁপন বয়ে যায়
    নীল আকাশের তলে,

    গাছের পাতায় মৃদু সুর মিশে
    নীরবতার দলে।

    আলোর মিছিলে নক্ষত্রের দল
    দূরের ঐ আকাশে,

    শান্তি হয়ে ভেসে আসে
    রাতের সৌন্দর্যে ভাসে।

    জোনাকি পাখির আলোয় ভরা
    রাতের পথের ধারে,

    মনে হয় যেন স্বপ্নে দেখা
    মুগ্ধতার খেয়ালে।

    শীতের চাদর মুড়ে রাখে
    প্রকৃতির সেই কোলে,

    নীল আকাশের নীচে
    স্বপ্নেরা রঙিন দোলে।

    নীরব রাতের কোলাহলে
    মন হারায় কখনো,

    শীতের রাতের ঐ মায়াবী
    স্মৃতির পাতায় ভাসে।

    এখানে আপনার মতামত দিন 🥰

    মন্তব্য করুন