ন্যায়ের অপেক্ষায়
অন্যায়ের পথে যখন দেখি পদচারণা,
নিঃশব্দে ভেঙে যায় ন্যায়ের বাঁধনা।
অবিচারের ছায়া ঘনিয়ে আসে চারিদিক,
এসব দেখে আমার মন কাঁদে,
হৃদয়ে জ্বলে অবিরত শিক।
নিরীহের কান্না শুনবে কে আজ,
জুলুমের ভারে নুয়ে পড়ছে মানব সমাজ।
স্বপ্নগুলো ভেঙে যায় অন্যায়ের আঘাতে,
তবু আশার প্রদীপ জ্বলে হৃদয়ের প্রাঙ্গণে।
অন্যায় অবিচারের জালে যখন জড়ায় দেশ,
খুঁজে বেড়াই আমি পরিচ্ছন্ন ন্যায়ের রেশ।
এখনো সময় আছে, জাগো মানবতা,
অন্যায়ের বিরুদ্ধে গড়ে তোল শক্তি আর ক্ষমতা।
অভিশাপের অন্ধকারে হারাবে না আলোর পথ,
কেননা আশা আছে, আছে ন্যায়ের শপথ।
আসুক সেই দিন, যখন মুক্ত হবে এই দেশ,
ন্যায়ের আলোয় ভরে উঠবে প্রতিটি হৃদয়ের কেশ।
তখন গাইবো আমরা বিজয়ের গান,
অন্যায় অবিচারের হবে অবসান।

এখানে আপনার মতামত দিন 🥰
একটি মন্তব্য পোস্ট করুন