
আমার মন খারাপের গল্পে
মন খারাপের গল্পে আমি একা,
অশ্রু ঝরাই চুপিসারে, মনে বেদনার লেখা।
তারাদের মাঝে আমি খুঁজি সান্ত্বনা,
কিন্তু তারা যেন আজ কিছুই বলছে না।
আকাশে মেঘের ছায়া, মনেও তেমনই ভার,
মনে হয় যেন কেউ নেই পাশে, সবই যেন কারাগার।
স্বপ্নগুলো হারিয়ে গেছে অজানার পথে,
মনের গভীর থেকে উঠে আসছে ব্যথার স্রোতে।

এখানে আপনার মতামত দিন 🥰
একটি মন্তব্য পোস্ট করুন